গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়েছিলো স্বামী
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায় স্বামী। তিনি বিছানায় মরদেহ রেখে ওড়না ঝুলিয়ে জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে আজ শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার পিলার চালা গ্রামের রুবেলের বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহের মাথা ও শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আম্বিয়া খাতুন (৫০) উপজেলার বেড়াইদের চালা গ্রামের মৃত আ. হেকিমের মেয়ে। আর গ্রেপ্তার মো. আসাদ (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. আ. মতিন আকন্দের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে রুবেলের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ আম্বিয়ার দ্বিতীয় স্বামী। সম্প্রতি আসাদ গোপনে আরও একটি বিয়ে করে। বিষয়টি জানার পর আসাদের সঙ্গে আম্বিয়ার প্রায়ই ঝগড়া হতো।শুক্রবার ঝগড়া করে স্ত্রীকে মারধর করে আসাদ বরামা গ্রামের বাড়িতে চলে যান।আম্বিয়া সেখানে গেলে বাড়ির লোকজন তাকে মারধর করে।
পরে সেখান থেকে রাত ১২টার দিকে আসাদ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় যান। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে আসাদ জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে।
নিহতের মেয়ে শারমিন বলেন, ‘আসাদ আমার মায়ের দ্বিতীয় স্বামী। শনিবার ভোর পাঁচটার দিকে জানতে পারি, মা আত্নহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি ঘরের বিছানায় মায়ের মরদেহ পড়ে আছে। মাথা, শরীরে আঘাতের চিহ্ন। শরীরে রক্ত। আমার মাকে কে কিভাবে মেরেছে তা বলতে পারছি না।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নিহতের স্বামী রাতের কোনো এক সময় স্ত্রীকে হত্যা করেন।পরে ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার ঘটনা সাজায়।
গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।