খুলনার বটিয়াঘাটা হাটবাড়ী গ্রামে পরিমল বিশ্বাস এর দোকানে জুয়া খেলার সময় ৯ জুয়াড়ী গ্রেফতার

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা হাটবাটী গ্রামে পরিমল বিশ্বাস এর চায়ের দোকোনের ভিতর জুয়াড়ীরা অর্থের বিনিময়ে জুয়া খেলার সময় সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা অফিসার ইনচার্জ জনাব মোস্তফা খায়রুল বাশার এর নির্দেশে বটিয়াঘাটা থানা পুলিশ উপস্থিত হলে জুয়াড়ীরা টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে জুয়াড়ীদের আটক করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হচ্ছে ১। মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৬), পিতা-মৃত মিন্টু ডাকুয়া, সাং-কিসমত ফুলতলা, ২। পলাশ সরকার (৪০), পিতা-হিমাংসু সরদার, সাং-হাটবাটী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ৩। বিপ্লব পাল (৪০), পিতা-মুক্ত বিমল পাল, সাং-হোগলবুনিয়া, ৪। অসীত রায় (৩৫), পিতা- অসীম রায়, ৫। হিমাদ্রী বিশ্বাস (৩৫), পিতা-মৃত শোভন বিশ্বাস, সাং-হাটবাটী, ৬। প্রনব বাহার (৩৫), পিতা-গৌর চন্দ্র বাহার, সাং-হোগলবুনিয়া, ৭। দীন সরদার (৫০), পিতা-মৃত অতুল সরদার, সাং-হোগলবুনিয়া, সর্ব থানা-বটিয়াঘাটা, খুলনা ও ৮। মোবারক মোল্লা (৩৫), পিতা-ইসমাইল মোল্লা, সাং-মাড়িয়ালা, থানা-আশাশুনী, জেলা-সাতক্ষীরা, ৯। পরিমল বিশ্বাস (৫৫), পিতা-মৃত গুরুপদ বিশ্বাস, সাং-হাটবাটী, বটিয়াঘাটা, খুলনা।
অদ্য ০২/০৫/২০২৫ খ্রি: তারিখে উক্ত জুয়াড়ীদের নামে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী একটি মামলা হয়েছে। যার মামলা নং-০২।

বর্তমানে জুয়ার কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ, নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। তাছাড়া জুয়াড়ীরা অনলাইন জুয়ার সাথে সর্ম্পৃক্ত ও নেশার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখার দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *