বস্তাবন্দী লাশের খুনি গ্রেপ্তার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [01 MAY 2025]
১৯ এপ্রিল সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের পাশে ঘেরের মধ্যে বস্তাবন্দী অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ পায় পুলিশ। পরবর্তীতে লাশটি নিখোঁজ ইজিবাইক চালক নুর ইসলাম গাজীর বলে সনাক্ত করে তার পরিবার। এই ঘটনায় আড়ংঘাটা থানায় মামলা নং-০৫, তাং-২০/০৪/২০২৫খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলার রহস্য উদঘাটনে তদন্ত নামে পুলিশ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের ঘটনায় মূল অভিযুক্তকে সনাক্ত করা হয়। আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করে র্যাবের সহায়তায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকা থেকে খুনি আরিফুল ইসলাম গাজী (৪৮), পিতা-মোঃ আমজাদ হোসেন গাজী, সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
লুণ্ঠিত ইজিবাইকটি আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক ভিকটিম নুর ইসলাম গাজীর ব্যবহৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র এবং ইজিবাইকের ব্লু বুক আসামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হয়েছে।