যুবকের র.হ.স্য.জ.ন.ক মৃত্যু, দোকানের সামনে মিলল মরদেহ রাজবাড়ী থেকে ফিরে এসে
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের ম.র.দেহ উদ্ধার করেছে পু.লি.শ। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের পাবলিক হেলথ মোড়ের জামান স্টোর নামে একটি দোকানের সামনে থেকে ম.র.দেহটি উদ্ধার করা হয়।
নি.হ.ত রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। তিনি ডা.কা.তি.র প্রস্তুতি মা.ম.লার আ.সা.মি ছিলেন বলে দাবি পু.লি.শের।
রুবেলের ছোট ভাই জুয়েল সরদার জানান, তার ভাই আগে পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। গেল রোজার আগে দোকানটি বিক্রি করে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। দাম্পত্য কলহের কারণে স্ত্রী বন্যা গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে বাবার বাড়িতে থাকেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে ভাইকে ঘরে দেখেন। এরপর কখন বের হন জানা যায়নি। সকাল ৬টার দিকে খবর পান, পাবলিক হেলথ মোড়ে জামান স্টোরের সামনে তার ভাইয়ের ম.র.দেহ পড়ে আছে।
জুয়েল আরও বলেন, ম.র.দেহ দেখে মনে হয়েছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। শরীরে ধুলোবালি লেগে ছিল এবং ধস্তাধস্তির চিহ্ন ছিল। ম.র.দেহ ম.য়.না.ত.দ.ন্তে স্বাভাবিক মৃত্যু পাওয়া গেলে কোনো আপত্তি নেই, তবে হ.ত্যা হয়ে থাকলে বিচার দাবি করেন।
রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর রুবেল মেয়েকে নিয়ে বাজারে যান এবং তাকে খাবার কিনে দিয়ে চলে যান। সকালে খবর পান তার স্বামীর ম.র.দেহ পড়ে আছে। তিনি জানান, রুবেল আগে স্ট্রোক করেছিলেন, তবে এই মৃ.ত্যু.র কারণ তিনি নিশ্চিত নন।
জামান স্টোরের মালিক জানান, ঝড়ের কারণে মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করা হয়েছিল। সকালে খবর পান দোকানের সামনে ম.র.দেহ পড়ে আছে।
পু.লি.শ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডা.কা.তি.র প্রস্তুতির সময় রুবেল ও তার সহযোগীকে গ্রে.ফ.তার করা হয় এবং তাদের কাছ থেকে দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছিল। ওই মা.ম.লায় জামিনে ছিলেন রুবেল।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পাবলিক হেলথ মোড়ের দোকানের বারান্দা থেকে রুবেল সরদারের ম.র.দেহ উদ্ধার করে ম.য়.না.ত.দ.ন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো আ.ঘা.তের চিহ্ন পাওয়া যায়নি। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।