দেশীয় অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতারঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [30 APRIL 2025]
সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে কেএমপি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে ২৯ এপ্রিল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ টিম লবণচরা থানাধীন মতিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী সবুজ সানা@মোটা সবুজ(২৯), পিতা-মৃত: আজিজুল সানা, সাং-মতিয়াখালি ৮ম গলি, থানা-লবণচরা, খুলনাকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে ৫ রাউন্ড বার বোর কার্তুজ, ১ টি কাটার, ২ টি ছুরি, ২৪ পিস ইয়াবা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজের বিরুদ্ধে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *