খুলনার বটিয়াঘাটা সময়সীমা পার হওয়ার হওয়া স্বত্তেও চলছে অবৈধ বালু উত্তোলন।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলন:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় রুপসা-কাজীবাছা নদীতে অবৈধভাবে বালু উত্তলন করেই চলেছে একটি মহল। জানা যায় বাংলা ১৪৩১ অর্থ বছরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নিয়ে একটি প্রতিষ্ঠান উক্ত বালু মহল থেকে টোল আদায় করে আসছিলো। ১৪৩১ সালের ৩০ চৈত্র পর্যন্ত মেয়াদ শেষ হলেও ক্ষমতার দাপটে উক্ত প্রতিষ্ঠান প্রশাসন কে তোয়াক্কা/সমীহ না করে ধারাবাহিক ভাবে অবৈধ টোল (চাঁদা) আদায় করে আসছে।
অপর একটি মহল তাদেরকে চাদা দিয়ে লোড ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে দিন রাত বালু উত্তলন করে আসছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গত ইংরেজি ২৯ এপ্রিল বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে যান এবং পরবর্তী ইজারা না দেয়া পর্যন্ত বালু উত্তলন বন্ধ করে দেন। এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নীর নিকট জানতে চাইলে, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে আমাদের প্রতিবেদককে বলেন পরবর্তী তে কাউকে ইজারা না দেয়া পর্যন্ত বালু মহল থেকে বালু উত্তলন ও চাদা আদায় করা সম্পুর্ন অবৈধ। যদি কোনো অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তলনের চেষ্টা করে তাহলে আমাকে জানাবেন আমি তাৎক্ষনিক ব্যবস্হা নেবো।