নালিতাবাড়ীতে নিখোঁজের ২ দিন পর ভোগাই নদী থেকে রং মিস্ত্রির মরদেহ উদ্ধার, আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২ দিন পর ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় জাহাঙ্গীর আলম (২৬) নামে এক রং মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল সোমবার দুপুরে ভোগাই নদীর শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের অংশ থেকে ওই মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ। জাহাঙ্গীর উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা মহাখালী এলাকার ছামিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জাহাঙ্গীর। অনেক খুঁজাখুঁজি করেও পরিবারের লোকজন সন্ধান পায়নি জাহাঙ্গীরের । তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওযা যায়। পরে ২৮ এপ্রিল সোমবার দুপুরে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভোগাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে মরদেহ উদ্ধারের পর জাহাঙ্গীরের পরিবার মরদেহটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে জাহাঙ্গীরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।