সড়কের কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূল, ইজিবাইক নিয়ন্ত্রণ ও গল্লামারী ব্রিজের কাজ সম্পন্নের দাবি বিএনপির

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা সিটি কর্পোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বেহাল সড়কের কারণে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। বর্ষার মৌসুমের আগে নগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগে ভাগে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে গল্লামারী ব্রিজের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

তাছাড়া বর্ষা মৌসুমের পূর্বেই রোগবাহী ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দেয়, কেসিসির ছিটানো এই স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতিরও। রোববার প্রদত্ত বিবৃতি বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসীনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খল আবস্থা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

মহানগরী এলাকায় প্রায় ২০ হাজার ইজিবাইক চলাচল করছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিয়েছিলেন। বাকি ইজিবাইকগুলোর নগরীতে চলাচলের কোন প্রকার বৈধতা নেই। নগরীতে লাইসেন্সকৃত রিকশার সংখ্যা হচ্ছে ১৭ হাজার অথচ রিকশা চলাচল করে ৩০ হাজারের অধিক। ইতোপূর্বে সিদ্ধান্ত হয়েছিল নগরীতে ৫ হাজারের বেশি ইজিবাইক চলাচল করতে পারবে না। সে অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে ওই ইজিবাইকগুলোকে হলুদ রং দিয়ে চিহ্নিত করে দেয়ার কথা ছিলো। অজ্ঞাত কারণে তা আর হয়নি। বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, খুলনার বাসিন্দাদের দুর্ভোগের অপর নাম মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সেতু। এই সেতুর কারণে নগরীতে প্রবেশ করতেই অসহনীয় যানজটের শিকার হতে হয়।
ময়ূর নদের ওপর সেতুটিতে ত্র“টি ও নতুন সেতু নির্মাণে ধীরগতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন ও নির্মাণ কাজে ত্র“টির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বলেছেন, অবিলম্বে নগরীর সড়কগুলো মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইজিবাইক নিয়ন্ত্রণ ও গল্লামারী সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলার আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *