‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের বেধড়ক পেটাল বহিরাগতরা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর শনিবার (২৬ এপ্রিল) রাতে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৪ শিক্ষার্থী। আহতরা হলেন, মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ।
মোহন জানান, রাত ৮ টার দিকে তারা ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এক ফুচকার দোকানে ফুচকা খেতে যায়। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডাক দিলে তারা বলে, আমরা কুয়েটের শিক্ষার্থী যা বলার এখানে বলেন। পরে তারা এসে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটা দোকানে নিয়ে যায় এবং মারতে শুরু করে। মারধরের সময় তারা বলে, ভিসিকে কেন নামাইলি এবং নামিয়ে কেন আনন্দ মিছিল করলি? পরে আহতরা ক্যাম্পাসে গিয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক সানজিদা রুম্পাকে আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছে কিনা প্রশ্নের জবাবে মোহন বলেন, আমরা ধারণা করেছি কারা ছিল এবং একজনকে চিনতে পেরেছি। তবে নিশ্চিত না হয়ে নাম বলবো না। এদিকে শিক্ষার্থীদের উপর আবারও বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে দশটায় একটা প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা।