মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির ঘের দখলের চেষ্টা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির একটি মৎস্য ঘের দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত দিকে বরইতলা গ্রামের গাইনের ঘেরটি একটি প্রভাবশালী বাহিনী ত্রাস সৃষ্টি করে ঘেরে থাকা লোকজন তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। ঘের মালিক পারভেজ হাওলাদার ওই সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে রাত ২ টার দিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়।

এ বিষয়ে জমি ও ঘেরের মালিক লক্ষীখালী গ্রামের পারভেজ হাওলাদার একই গ্রামের ইমরান মৃধাসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ইমরান মৃধা দলীয় প্রভাব খাটিয়ে রাতের আধাঁরে অন্যায়ভাবে ৪০বিঘা জমির ঘেরটি দখলের চেষ্টা করেছে। হামলা চালিয়ে গৈঘর ভাংচুর করে ঘরে থাকা মালামাল ও কিছু মাছ তারা ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা ইমরান মৃধা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ওই ঘেরটি জাকির হোসেন নামে একজনের দখলে ছিলো। তার নিকট থেকে লিখিত নিয়ে সে (ইমরান) ঘের করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজীব আল রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে আলোচনা করে মিমাংসার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *