শেরপুরের নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা পৌরশহরের মধ্য বাজার চাউল হাটিতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ মোতাবেক ৩ জন চাউল ব্যবসায়ীকে পৃথক ৩টি মামলায় মোট ৬ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র জানান পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে একধরণের অভিযান অব্যাহত থাকবে।