সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সান্তাহার পৌর ছাত্রদলের উদ্যোগে বিপি উচ্চ বিদ্যালয় ও হাভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের গেটে তাঁদের আদরের সন্তানের জন্য পরীক্ষার কেন্দ্রের বাহিরে প্রচন্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করেন দীর্ঘ তিন ঘন্টা তাঁদের সন্তানদের জন্য। এদিকে অভিভাবকগন ক্লান্ত আর অস্থিরতার মধ্যে অপেক্ষা কাটে আদরের সন্তানদের পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন সান্তাহার পৌর ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সহ-সভাপতি হযরত আলী, পৌর ছাত্র নেতা ফাহমিদ বিন রফিক, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, মাহবুব আলম, রবিউল ইসলামসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।