নিউমার্কেটে ‘চাঁদাবাজ’ আটকের ভিডিও ভাইরাল, ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’ স্লোগান

রাজধানী প্রতিনিধি:
রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘চাঁদাবাজ’ আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চাঁদাবাজ দাবি করে এক যুবককে আটক করে পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর আগে এক যুবককে ঘিরে চাঁদাবাজির অভিযোগ তুলে জেরা করছেন একাধিক ব্যক্তি। এছাড়া ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিতেও দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফয়েড ফেসবুক পেইজে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘ছাত্রদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ নিউমার্কেট ও ঢাকা কলেজের আশেপাশের ব্যবসায়ীরা। আজকে ছাত্রদল নেতারা চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও ছাত্র-জনতা ছাত্রদলের চাঁদাবাজদের প্রতিহত করে। এদের পরিচয় হচ্ছে- ঢাকা কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসাইন রাব্বি।’ তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে ছিলেন ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি বলেন, বুধবার বিকালে কিছু লোকজনের গণ্ডগোল দেখে ওখানে গিয়ে জানতে পারি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয়ে দোকান বসানোর চেষ্টা করলে দোকানীরা বাঁধা দেয়। পরে তাদের একজনকে আটক করে আনার চেষ্টা করলে দু’পক্ষ নিজেদের মধ্যে সমাধান করার কথা জানান। তাদের কাছে আটক হওয়া ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *