শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি, : শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে পৃথক অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিজিবি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র দু’টি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়। ওইসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মদের বাজারমূল্য ৭ লাখ ৪৫ হাজার ৫ শ’ টাকা এবং গরু ২টির বাজার মুল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *