খুলনা ইন্ডাস্ট্রিয়ালিষট এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)লবনচরা থানার মোহাম্মদ নগর পশ্চিম এর নুতন কমিটি গঠন
বিভাগীয় প্রতিনিধি খুলনা, এম এ জলিল:
গতকাল ২৪/০৪/২৫ তাং সন্ধ্যা ৭-০০ টায়। খুলনা লবনচরা থানার মোহাম্মদ নগর ৬ নং ওয়ার্ড এ IBWF এর নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুমায়ুন কবির সহ-সভাপতি আই ডি ডব্লিউ অফ খুলনা মহানগরী। বিশেষ অতিথি জনাব হাফিজুর রহমান স্বপন IBWF খুলনা মহানগরী ।বিশেষ অতিথি ডি এম নাসির উদ্দিন শিক্ষা সংস্কৃতিক সম্পাদক IBWF খুলনা মহানগরী!বিশেষ অতিথি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সভাপতি আই বি ডব্লিউ এফ লবণচড়া থানা । সভাপতিত্ব করেছেন অধ্যাপক মোশারফ আলী খান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন সভাপতি হরিণটানা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন। ছাত্রশিবির হরিনটানা থানা সভাপতি এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ । উক্ত কমিটিতে সভাপতির দায়িত্ব পান অধ্যাপক মোশারাল আলী খান ।সাধারণ সম্পাদক এম এ জলিল। বাইতুল মাল সম্পাদক রফিকুল ।ইসলাম প্রচার সম্পাদক হাফেজ মোঃ ইমাম উদ্দিন ।সহকারী প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের । সাংগঠনিক সম্পাদক সাকির আল মাহমুদ।সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ মামুন । উক্ত অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবীর সহ-সভাপতি আই ডি ডব্লিউ এফ খুলনা মহানগরী ।দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।