সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে মেলান্দহ হেফাজতে ইসলামের কমিটি গঠন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের মেলান্দহে হেফাজতে ইসলামের উপজেলা ও পৌরসভার কমিটি গঠিত হয়েছে।
২৪ এপ্রিল বিকেলে জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার অফিস কক্ষে আলোচনা সভা শেষে সম্মেলনের আয়োজন করা হয়।
নবগঠিত উপজেলা কমিটিতে মাও. রুহুল আমিনকে সভাপতি, মুফতি সোলায়মানকে সাধারণ সম্পাদক, মাও. আব্দুল ওয়াহাবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
একই সাথে পৌরসভার কমিটিতে মাও. খলিলুর রহমানকে সভাপতি, মুফতি সাঈদ আহমদ নোমানীকে সাধারণ সম্পাদক এবং মুফতি আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে মাও. রহুল আমিন সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন-মুফতি শামসুদ্দিন, মুফতি সোলায়মান, মাও. খলিলুর রহমান, মাও. আব্দুল ওয়াহাব, মুফতি রহমতুল্লাহ আল হোসাইনি প্রমুখ।