ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [23 APRIL 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ২২ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায় পশ্চিম টুটপাড়া এলাকা থেকে ১) সাকিব মোল্ল্যা (২০), পিতা-বাদশা মোল্ল্যা, সাং-টুটপাড়া জোড়াকল বাজার, থানা-খুলনা সদর এবং ২) আল আমিন (১৯), পিতা-মোঃ লায়েক, সাং-ফেরীঘাট, দেবেন বাবু রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।