নগরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটকঃ
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নিরালা আবাসিক এলাকা থেকে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) শহিদুল ইসলাম (৪৮), পিতা-মৃত: জালাল শিকদার, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) জামাল শেখ (৫৫), পিতা-মৃত: আদম আলী শেখ, সাং-সিদ্দিকিয়া মহল্লা, থানা-সোনাডাঙ্গা মডেল, ৩) জাফর আহমেদ (৬৩), পিতা-মৃত: মোকলেসুর রহমান, সাং-নিজখামার, থানা-লবণচরা, ৪) আব্দুল আজিজ (৩৫), পিতা-মোঃ আঃ সামাদ গাজী, সাং-বালুর মাঠ, থানা-সোনাডাঙ্গা মডেল, ৫) মাসুদুর রহমান (৫৩), পিতা-সেকেন্দার আলী, সাং-নিরালা আবাসিক এলাকা, থানা-খুলনা সদর, ৬) সাধন কুমার মন্ডল (৫০), পিতা-মনোরঞ্জন মন্ডল, সাং-হাজী মহসিন রোড, থানা-খুলনা সদর এবং ৭) গোলাম মোস্তাকির সুমন (৫০), পিতা-মৃত: মোসলেম উদ্দিন, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদের’কে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৭ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।