সন্ত্রাসী ইমন মোল্লা গ্রেফতার, ৮ রাউন্ড কার্তুজ উদ্ধারঃ কেএমপি

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে। অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকালে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে সন্ত্রাসী ইমন মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সন্ত্রাসী ইমন মোল্লা (২৮), পিতা-মোঃ মাসুদ মোল্লা, সাং-রায়েরমহল মোল্লাবাড়ী, থানা-হরিণটানা, খুলনার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *