জুলাই আন্দোলন ‘তথাকথিত’ বলে দুঃখ প্রকাশ ঢাবি ছাত্রদল সভাপতির

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
জুলাই-আগস্টের আন্দোলনকে ‘তথাকথিত’ এবং সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির ‘র’ নিয়েও মাথা ঘামায় না’ মন্তব্য দুটিকে অসাবধানতাবশত ভুল উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। গতকাল সোমবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করে তিনি ক্ষমা চান।

পোস্টে গণেশ চন্দ্র রায় লিখেছেন, ‘ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেওয়া বক্তৃতার দুইটি অংশ নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা লক্ষ্য করছি। প্রথমত, আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি। কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির ‘‘র’’ নিয়েও মাথা ঘামায় না। আমি আমার বক্তব্যে অসাবধানতাবশত এ বাক্যটি বলেছি। আমি এ বাক্য দ্বারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কখনোই প্রশ্ন তুলিনি এবং আমি আমার পুরো রাজনৈতিক জীবনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ রকম মনোভাব কখনো কোথাও পোষণ করিনি।ব রং আমি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং আজীবন তা ধারণ করার জন্য বদ্ধপরিকর। কিন্তু তা সত্ত্বেও আমার এই কথায় কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

দ্বিতীয়ত, বক্তব্যের একটি পর্যায়ে ‘তথাকথিত’ শব্দটি অনেকটা অসাবধানতাবশত ‘জুলাই-আগস্টের আন্দোলন’ কথাটির আগে আমি উচ্চারণ করেছি। এই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। কারণ এ বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে। আমার অনাকাঙ্ক্ষিত এই কথাটি সেই আবেগের জায়গায় যদি আঘাত দিয়ে থাকে আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আশা রাখব আমরা সকলে মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরও অধিক পরিমাণে রাজনীতি সচেতন হব এবং গঠনমূলক সমালোচনা ও তার যুক্তিযুক্ত জবাবের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ চর্চাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ।’ এর আগে সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেওয়া এক বক্তব্যে তিনি জুলা-আগস্ট গণঅভ্যুত্থানকে ‘তথাকথিত অভ্যুত্থান’ বলে মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *