খুলনার বটিয়াঘাটা হরিণটানা জিরো পয়েন্ট এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা হরিণটানা জিরো পয়েন্ট এলাকায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায়।।
গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ঐ মিছিলের প্রতিবাদে জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও পথসভা সম্পন্ন করেছে। উক্ত বিক্ষোভ মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন দাকোপ বটিয়াকাটা খুলনা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, লবণচর থানা আমির মোজাফফর হোসেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি আলামিন গোলদার, বটিয়াঘাটা থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী , সেক্রেটারি আব্দুল হাই, ব্যবসায়িক নেতা শাফায়াত হোসেন লিখন, সহ বিভিন্ন নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, আমাদের ৫ ই আগস্ট এর পর রক্তের দাগ এখনো রয়েছে। অথচ আওয়ামী দোসররা প্রশাসনের ছত্র ছায়ায় সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে খুলনার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিও অতি দ্রুত আওয়ামী দোসরদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রশাসন এদেরকে সনাক্ত করে গ্রেফতার করতে না পারলে আইনের প্রতি আস্থা বিশ্বাস ভরসা হারাচ্ছে সাধারণ জনগন।