খুলনার বটিয়াঘাটা কিসমত ফুলতলা সিলিন্দামারী মামুনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি করে ১৩ লাখ টাকার মালামাল লুট

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলা সংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে সোমবার ভোর ৫ টার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ৮২ হাজার টাকা, ৮-১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীরা জানান, বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকার বাসিন্দা আলহাজ মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে ওযু করতে দরজা খুলতে গেলে বাইরে দাড়িয়ে থাকা ১০/১২ জন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন ওই দুস্কৃতিকারীরা মোদাচ্ছেরের গলায় ধারালো অস্ত্র ধরে তাকে দোতলায় নিয়ে যায়। কলিং বেল বাজানোর পর মোদাচ্ছের শেখের ছেলে শামীম আল মামুন দরজা খুলে দিলে ওই দুস্কৃতিকারীরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমীরা থেকে ১০/১২ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় চোপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২-১৩ লাখ টাকা। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো: মনিরুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধার ও অপরাধীদের সনাক্ত কাজ শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *