সিআর মামলায় জামিনে পর নাশকতা মামলায় জেলগেটে আটক শহিদুল্লাহ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ গ্রামের শহিদুল্লাহ(৪২)আদালতে সিআর মামলায় জামিনে পর অন্তরবর্তী সরকারের পতন, নাশকতা ও বিস্ফোরণ মামলায় জেলগেট থেকে গ্রেফতার হয়েছে।
জানা গেছে,টাকা নিয়ে হলফনামা শর্ত ভঙ্গ করায় ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ গ্রামের আবুল কাশেম(৫৮)এর পুত্র ভূয়া মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ধারী চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ(৪০)সহ অন্যান্য আসামিরা ইসলামপুর সি আর আমলী আদালতে ৪২০/৪০৫/৪১৭/১০৯ ধারার অভিযোগে মোকদ্দমায় গত ১৩এপ্রিল হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠায়।
উক্ত মামলায় আসামি চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ(৪২) রবিবার জামিনে মুক্তি পাওয়ার পর
অন্তরবর্তী সরকারের পতন, নাশকতা ও বিস্ফোরণ মামলায় জেলগেট থেকে আবারও গ্রেফতার হয়েছে।
এব্যাপারে ইসলামপুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ইসলামপুর থানা এফ আই আর নং-০৮, তাং-১৭/১২/২০২৪/জিআর নং- ২১৩/২৪, নারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোষন/২০০২) সনের ৩। তদন্তাধীন নাশকতা ও বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।