চোরাই মোটরসাইকেলসহ চোর আটকঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [20 APRIL 2025]
খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাতে গোয়ালখালি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩৪) কে গ্রেফতার করে। তার হেফাজত হতে চোরাই ২ টি মোটর সাইকেল, ৩ টি রাবার স্ট্যাম্প এবং ১ টি টিনের স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়। সিডিএমএস এবং থানার রের্কডপত্র যাচাই করে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-সাদ্দাম হোসেন (৩৪), পিতা-মোঃ আব্দুল আজিজ শিকদার, সাং-নিউজপ্রিন্ট গেটের ডান পাশে, থানা-খালিশপুর, খুলনা।
তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-১৭, তারিখ ১৯/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-413/420/473 The Penal Code, 1860 রুজু করা হয়েছে