ছয় দফা দাবীতে জামালপুরে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবী আদায়ে ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসুচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী মহাসমাবেশের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসুচির আয়োজন করে।
দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘১৩ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার’, ‘তুমি কে আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘পলিটেকনিক অহংকার, ১০ম গ্রেড অধিকার’, ‘ক্রাফটের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি বিভিন্ন ¯স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলাকালে ইমরান তাহির, অনন্ত, সাথী, নাইমুল, জিহাদ, আবিরসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ন্যায্য দাবী আদায়ের জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাবী করছি। জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা। ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল করা এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশে^র আদলে প্রণয়ন করা। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের নূন্যতম ১০ম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা দেওয়া। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সব নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশে^র আদলে একটি বিশ^বিদ্যালয় স্থাপনে গেজেট পাস করতে হবে। এই ছয় দফা দাবী আদায়ে কর্মসুচি চলিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি দয়াময়ী মোড়ে থেকে বসাকপাড়া এলাকা, ভোকেশনাল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় গেইটপাড় এলাকায় গিয়ে শেষ।