খুলনার বটিয়াঘাটা ছঘরিয়া পল্লীতে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় শুক্রবার সার্বজনীন মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাঙ্গেমারী, জয়পুর, বদনাখালী ও ছয়ঘরিয়া মতুয়া সম্প্রদায় এর আয়োজক। ২০১৭ সাল থেকে বৈশাখ মাসে এখানে এ অনুষ্ঠানের আয়োজন হয়। দিনব্যাপি এ উৎসবে মতুয়াভক্ত নারী-পুরুষ অংশ নেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিল ডাকাতিয়া, নিজ খামার, গুপ্তমারী, মধ্য ছয়ঘরিয়া, উত্তর ছয়ঘরিয়া, জয়পুর, রাঙ্গেমারী মতুয়া সম্প্রদায় হরিদাস ঠাকুরের গান, হরিগান ও মতুয়া সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আমীর এজাজ খান শুভেচ্ছা বক্তৃতা করেন।