Conversation View Inbox (No Subject) M A Jalil To: me · Sat, Apr 19 at 4:47 PM Message Body ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [19 APRIL 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে নতুন রাস্তা এলাকা থেকে ১) আজাদুল শেখ@ আজাদ (৩৭), পিতা- মৃত: আবু বক্কর শেখ, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে ৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।