নালিতাবাড়ীতে বিটিসিএল অফিসে চুরি হওয়া ব্যাটারিসহ গ্রেপ্তার ২

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) অফিস থেকে চুরি হওয়া ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারির মধ্যে ১২টি ব্যাটারি উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

১৮ এপ্রিল শুক্রবার রাতে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমিনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে আমির হামজা (৩০) ও নকলা পৌরশহরের মমিনাকান্দা এলাকার নূর ইসলামের ছেলে সাবেক পৌর কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।

পুলিশ জানায় গত ১৬ এপ্রিল বুধবার রাতে কোন একসময় নালিতাবাড়ী বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। পরদিন সকালে অফিসের কর্মচারীরা ব্যাটারি চুরির বিষয়টি টের পায়। পরে থানায় খবর দিলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে আমির হামজা বিটিসিএল অফিসের ব্যাটারি চুরির বিষয়টি স্বীকার করে করে এবং ব্যাটারিগুলো ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা জানায়। পরে আমির হামজার দেওয়া তথ্যমতে পুলিশ নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ি ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিস থেকে চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান বিটিসিএল অফিস থেকে চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *