নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু তাহের (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে। তাহের রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোরী। ওইসময় অভিযুক্ত তাহের কিশোরীকে জোরপূর্বক পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তাহেরকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থনে গিয়ে তাহেরকে আটক করে থানায় নিয়ে যায়। আজ ১৮ এপ্রিল শুক্রবার সকালে কিশোরীর দাদী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত তাহেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করলে আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।