খুলনার বটিয়াঘাটা কিসমত ফুলতলা চিড়া মিলের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সেখ রাসের, ব্যুরো চিফ, খুলনা।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বটিয়াঘাটার কিসমত ফুলতলা গেটের পাশে চিড়া মিলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মুহাসীন (৪০)।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুহাসীন (৪০) দাকোপ উপজেলার খাটাইল গ্রামের গ্রামের আফজালের ছেলে। সে মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে এল.পি গ্যাস বোঝাই ট্রাক এর নিচে মোটরসাইকেল ড্রাইভার মুহসীন এর মাথার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয় এলাকাবাসি বটিয়াঘাটায় গ্যাস কম্পানিগুলোর বেপরোয়া গাড়ি চালানো কে দায়ি করে বলেন, গ্যাস কম্পানির গাড়িগুলো বেপরোয়া ভাবে চলাচল করে। আমাদের বটিয়াঘাটায় বিভিন্ন ধরনের কলকারখানা,পার্ক ও গ্যাস কম্পানি গড়ে উঠেছে। বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে গ্যাস কম্পানির বড় বড় গাড়ি ও লড়ি গুলো এ রাস্তা দিয়ে চলাচল করে তা এই এলাকায় সড়ক দুর্ঘটনার অন্যতম কারন। মুলতো এই স্বল্প প্রশস্ত রাস্তায় গ্যাস কম্পনির গাড়ি চলাচলের কারণে পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় মাঝে মধ্যে এধরণে দূর্ঘটনা ঘটে।
নিহতের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *