মহেশপুর শ্যামকুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মশিয়ার রহমান টিংকু/মহেশপুরঃ
দখলদার বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন ও মজলুম ফিলিস্তিনিদের উপর বর্বর নির্জাতনের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড়ে ইমাম-মুয়াজ্জিন উলামা কল্যাণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ৫নং শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে শ্যামকুড় ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ইমাম আবু তাহের জুয়েল’সহ মাওলানা ইমদাদুল ইসলাম,কারী শিহাবউদ্দিন কাজল,মাওলানা আলাল খান,ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম’সহ উপজেলার বেসকয়েকটি ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিগন বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
মিছিলে দেশবাসীকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা।এ সময় ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু’র প্রতিকৃতিতে জুতা মারতে দেখা যায় উৎসুক জনতাকে।