পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ইসলামপুরে ১শিক্ষক বহিষ্কার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার দায়ে জামালপুরের ইসলামপুরে ১ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

১৭ এপ্রিল বৃহঃস্পতিবার ইসলামপুর কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আচারণ বিধি না মেনে দায়িত্ব অবহেলা করার দায়ে ওই শিক্ষককে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।

বহিষ্কৃত হাবিবুর রহমান উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

কেন্দ্র সূত্রে জানা যায় বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরে সহযোগিতা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে যাওয়া আচারণ বহির্ভূত কাজের দায়ে তাকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, এ উপজেলায় মাধ্যমিকে ২হাজার ৭শ ৭৪জন, দাখিল ৯শ ৫জন,ভোকেশনালে ৫শ ৪৮ জনসহ মোট ৪হাজার ২শ২৭জন পরিক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। পরীক্ষার্থীরা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *