খুলনার বটিয়াঘাটায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে রুপান্তর এনজিওর কর্মশালা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ২ নং সদর ইউনিয়ন পরিষদের হলরুমেবৃ হস্পতিবার সকাল ১১ টায় রুপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলে ও বনজীবিদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলামের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমি ও দৈনিক সংগ্রামের বটিয়াঘাটা প্রতিনিধি তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা, দাকোপ থানা প্রজেক্ট অফিসার শিউলি, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়োথ গ্রুপের সদস্য আজমাইন, এছাড়াও উপস্থিত ছিলেন ঐশী মল্লিক, চন্দ্রা বিশ্বাস, সাংবাদিক ইমরান হোসেন, মৎস্যজীবী প্রসেনজিৎ, মহাসিন মোড়ল, বিকারুল, আব্দুল মান্নান, সহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী ও বনজীবীগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা সকলের প্রচেষ্টার মাধ্যমে সামাজিক ও পারিবারিক ভাবে পলিথিন ও প্লাস্টিক কে বয়কট করলে পরিবেশকে পলিথিন ও প্লাস্টিক মুক্ত করতে পারব। যেখানে সেখানে পলিথিন ফেলা বন্ধ করবো। পরিবেশ রক্ষা করতে হলে এর কোন বিকল্প নেই। পলিথিন একটি বিষ, গাছের শিকড় প্রসার হতে ও খাদ্য গ্রহণে ব্যহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *