লুণ্ঠিত জুতা উদ্ধার, আরো ৩ জন গ্রেফতার।
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
গাজায় ই/স/রা/ই/লী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফি/লি/স্তি/নে/র মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত ৭ এপ্রিল ২০২৫ তারিখ সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বি/ক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে উ/চ্ছৃঙ্খ/ল দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউ এর কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুম এবং ডমিনোজ পিজ্জায় হামলা চালায়। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করে।
এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৬ জনকে আটক এবং লুণ্ঠিত জুতা ও ব্যাগ উদ্ধার করেছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গত ১৫ এপ্রিল সকালে আরো ৩ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে বাটার লুণ্ঠিত আরো ৩ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।