ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম এর নেতৃত্বে মিছিলটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম
গ্রুপের বিএনপি নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
মিছিলে অংশকারীরা গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।