খুলনার সাবেক সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্থাটির সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে গতকাল খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন।
অনুসন্ধান চলাকালীন প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনা করে পঞ্চানন বিশ্বাসের নামে স্থাবর ও অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার ১৬২ টাকার সম্পদ পেয়েছে দুদক। এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে আয় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার ১৬৯ টাকা। অর্থাৎ পঞ্চানন বিশ্বাসের ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭৪৮ টাকা। এ হিসাব অনুযায়ী পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকা। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় পঞ্চাননের বিরুদ্ধে ওই ধারায় মামলা করেছে দুদক। এমনটি জানিয়েছেন দুদকের মহাপরিচালক।
পঞ্চানন বিশ্বাস ১৯৯৬ সালে খুলনা-১ আসনের (দাকোপ ও বটিয়াঘাটা) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন।