শাহরাস্তিতে ফাঁস দিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
চাঁদপুর প্রতিনিধি:
গত সোমবার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করে শাহরাস্তি পুলিশ। স্থানীয়রা জানান, একই ব্যাংকের ব্যাংক কর্মকর্তা উক্ত টাকা আত্মসাতের ঘটনায় রাকিবুল হাসান জড়িত থাকার কারণেই সে আত্মহত্যা করতে পারে। রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল সকাল ১১টায় শাহরাস্তি থানার পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের লাশ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করে। রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন। এর প্রেক্ষিতে শাহরাস্তি থানা পুলিশ গত সোমবার তাকে আটক করে কোর্টে প্রেরণ করে। অসাধু সিনিয়র অফিসার জাবেদ হোসাইনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার কুমেদপুর প্রামে। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে। এবিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।