খুলনার বটিয়াঘাটা থানা’র উদ্যোগে বটিয়াঘাটা বাজার চত্বরে অপেন হাউজ ডে অনুুষ্ঠিত।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা জেলার বটিয়াঘাটা থানা’র উদ্যোগে আজ বিকাল ৪.০০ টার সময় বটিয়াঘাটা বাজার চত্বরে অপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মফিজুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার দাকোপ সার্কেল), বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তফা খায়রুল বাশার, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, ২ নং ইউনিয়নর বিট অফিসর এস,আই মোঃ অজিয়ার রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, বটিয়াঘাটা বাজার কমিটিবৃন্দ ও ওয়ার্ড সদস্যগণ এবং সর্ব শ্রেণির সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ২০০৭ সালে তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ ওপেন হাউস ডে চালু করেছিলেন। পরে সারা দেশের থানাগুলোতেও তা চালু করা হয়। ওপেন হাউস ডে চালুর অন্যতম লক্ষ্য ছিল, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে পুলিশের এক হয়ে কাজ করা।

ওপেন হাউজ ডের কারনে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান হচ্ছে। ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই। এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে মাদক ও অনলাইন জুয়া এবং সন্ত্রাসমুক্ত করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *