সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL[14 APRIL 2025]
কেএমপি’র খালিশপুর থানা পুলিশ গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখ রাতে বঙ্গবাসী এলাকায় অভিযান চালিয়ে এস/সি- ৯৮৫/২০, সিআর-৬৮৪/১৯ (সোনাঃ) (সাজাপ্রাপ্ত), ধারা-এন আই অ্যাক্ট-১৩৮ মূলে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ১,০০,০০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ খলিলুর রহমান, পিতা-মোঃ শাহাবউদ্দিন মোল্লা, সাং-মেঘার বিরিয়ানির সামনে, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।