সভায় চেয়ার ছেড়ে পেছনে দাঁড়িয়ে শিবির সভাপতি, কারণ জানাগেল

রাজধানী প্রতিনিধি:
গাজার প্রতি সংহতি জানাতে গত ১২ এপ্রিল মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় রাজধানীতে। যেখানে উপস্থিত ছিলেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা। যেখানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৈঠক চলাকালীন সময় দেখা যায় তিনি চেয়ার ছেড়ে পেছনে দাঁড়িয়ে ছিলেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসেন জাহিদুল ইসলাম। সেদিন আসলে কী ঘটেছিল। কেন বসার জন্য চেয়ার পাননি দেশের বৃহত্তর ছাত্রসংগঠনের সভাপতি তার কারণ জানালেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী)।

সবাইকে বক্তৃতা দিতে দিলে এত বড় সমাবেশ কন্ট্রোল করা কঠিন হবে। তাই সবাই মঞ্চে দাঁড়াবেন। সবার বক্তব্য প্রস্তাবনায় তুলে ধরা হবে একসাথে। কিন্তু এই যে কাউকেই বক্তব্য দিতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত এবং বিস্তারিত রোডম্যাপ মুফতি আবদুল মালেক হাফি. মাধ্যমে আগেই ঘোষণা দেওয়ার জন্য আবারও সবাইকে জমায়েত করা হয় এখানে।

জাহিদ বসা ছিলেন। আমি শায়খ আহমাদুল্লাহ সাহেবসহ পেছনে এসে দাঁড়াই। জাহিদ নিজের সিট থেকে উঠে অনেকটা জোর করেই সেখানে বসিয়ে দেন আমাকে। এত বড় একটা সংগঠন, একটা ঐতিহ্যবাহী শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি অথচ একটুও অহংকার নেই, সব সময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকেন—এটা এই সময়ে আমার নিকট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।

রাজনৈতিক চেয়ার নিয়ে যখন কাড়াকাড়ি-ধাক্কাধাক্কি হয়—এমনকি প্রেস রিলিজে নাম আগে-পরে দেওয়া না দেওয়া নিয়ে খুনোখুনি পর্যন্ত হওয়াটা আমাদের রাজনৈতিক কালচার, সেই সময় এরকম একটা দৃশ্যের সাথে পরিচিত হওয়াটা অবশ্যই তাৎপর্যের দাবি রাখে। আমরা যে স্লোগান দিই, এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী—এই বিজয় আসবে এসব বিনয়ী ও ডেডিকেটেড তরুণদের হাত ধরে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *