খুলনার বটিয়াঘাটায় আল্লাহ তার রাসূল (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নিয়ে কটুক্তি করায় তাওহিদী জনতার হাতে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বাসিন্দা ইছাবুর গোলদার (৫৫), পিতা-মৃত মানিক গোলদার, গ্রাম-কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা ১৪/০৪/২০২৫ তারিখ সোমবার সন্ধ্যা অনুমান ৭.১৫ টার দিকে কাতিয়ানাংলা বাজারের রামপ্রসাদ এর মিষ্টির দোকানের পাশে খেয়াঘাটের রাস্তার উপর চায়ের দোকানে বসে আল্লাহর রাসূল এর চরিত্র ও আল্লাহ সম্পর্কে অশ্লীল ও ঘৃর্নিত ভাষায় এবং আন্তর্ঘাতক মূলক কার্যকলাপের লক্ষ্যে বক্তব্য দিতে থাকে। এক পর্যায়ে ১) আবুল কাশেম মলংগী (৪২), পিতা-মতিয়ার মলংগী, সাং-কায়েমখোলা, ২) মোঃ মোস্তাইন মোল্যা (২২), পিতা-মোঃ সোহাগ মোল্যা, ৩) মোঃ ওয়াদুদ হালদার (৫৫), পিতা-নুর আলী হালদার, ৪) মোঃ তুহিন সরদার (৪৫), পিতা-আব্দুর রশিদ সরদার, সর্ব সাং-কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা গণ প্রতিবাদ করলে এক পর্যায়ে স্থানীয় ও বাজারের জনগণ তাকে গণধোলাই দিয়ে কাতিয়ানাংলা বাজারের মুসা এর ঘরে আটকে রেখে বটিয়াঘাটা থানায় খবর দিলে পুলিশ আসার আগেই সেখান থেকে সে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বটিয়াঘাটার তাওহীদি জনতা মঙ্গলবার বিকাল ৪ টার এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সভায় বক্তৃতা করেন ইমাম পরিষদের থানা সভাপতি মুফতি শহিদুল ইসলাম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলামিন গোলদার, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাঈদ, ৩ নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী আজাদ, হাফেজ খান জাহান, ৩ নং ইউনিয়ন জামাতের উলামা সভাপতি হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম পরিষদের সংগঠনিক সম্পাদক এনামুল হক। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এঘটনায় আজ মঙ্গলবার বটিয়াঘাটা থানায় একটি এজাহার দায়ের হয়েছে যার মামলা নম্বর: ১১।