১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা।
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
ফেব্রুয়ারিতে কুয়েটে ছাএ রাজনিতি বন্ধের দাবি কে কেন্দ্র করে প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে। ওই দিন রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন। ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। দীর্ঘ ছুটির পর বিশ্ববিদ্যালয়টি খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে আসে। এরপর সেখানেই আবার অবস্থান নেন শিক্ষার্থীরা। এ বিষয়ে করণীয় নিয়ে সন্ধ্যায় প্রশাসনিক ভবনের ভেতরে সিন্ডিকেট সভা শুরু হয়েছে। এদিকে দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা হলে ফেরার প্রাক্কালে গত বৃহস্পতিবার কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেছেন নগরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোচেন আলী নামের এক ব্যক্তি। এসব কিছু মিলিয়ে কুয়েটে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।