সুজানগরে এক অসহায় পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা !! বাড়ির আঙিনার গাছপালা কেটে ফেলার অভিযোগ
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে এক অসহায় পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা। বাড়ির আঙিনার গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের দৈইপাড়া গ্রামের মৃত তায়জাল মোল্লার ছেলে শামীম ও মেয়ে জোছনা খাতুন অভিযোগ করেন বলেন, দৈইপাড়া গ্রামের প্রভাবশালী জহুরুল মোল্লা, জলিল মোল্লা,বকু মোল্লা,নুরু মোল্লা,
ফেরদৌস মোল্লা, নিলয় মোল্লা সহ তাদের পরিবারের মহিলারা সহ আমাদের বসতবাড়ি দখলের চেষ্টা করছে। বসতবাড়ির আঙ্গিনার গাছপালা কেটে নিয়ে যাচ্ছে এবং শাক-সবজি ও ফলমূলের গাছপালা কেটে রেখে যাচ্ছে। এধরনের কাজকর্মের প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখিয়ে আসছে।
গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখে সকালে নিজ সম্পত্তি চাষ দিয়ে ফসল বপন করতে গেলে, উল্লেখিত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে এসে মারপিট শুরু করে এবং জমি দখলের চেষ্টা করছে। অভিযোগ সুত্রে জানা যায়, মৃত তায়জাল মোল্লার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে এই ঘটনা ঘটেছে।বড় বৌয়ের সন্তানরা ক্ষমতার দাপট দেখিয়ে ছোট বৌয়ের সন্তানদের বসতবাড়ি ও জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।