সান্তাহার পৌর বিএনপির আয়োজনে নববর্ষের আনন্দ শোভাযাত্রা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, বাংলা নববর্ষ বরণের সংগীত পরিবেশন ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১০টায় সান্তাহার পৌর যুবদল কার্যালয় থেকে একটি নববর্ষ বরণ একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলা নববর্ষের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো : কামরুল হাসান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির যুগ্ম সাধারন সাধারন রাকিবুল হাসান সুজন, পৌর বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক আলম, স্বপন, ফেরদৌস, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েল, সাবেক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সাংগঠনিক সম্পাদক রবিন, পৌর তাঁতী দলের সভাপতি এস এম জোবায়েয় হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সান্তাহার পৌর শাখার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।