সংর্ঘষের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত,ক্ষমা চাইলেন হামলাকারীরা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে খবর শুনে তথ্য সংগ্রহ করতে গেলে আহত হয় সাংবাদিকরা । বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জাকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে।
কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), মর্নিং পোস্টের জেলা প্রতিনিধি ও ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা করা হলে গ্রেফতার হয় ২ জন, রবিবার দৈনিক আজকের জামালপুর অফিসে আলোচনার মাধ্যমে হামলাকারীরা সেই সাংবাদিকদের কাছে ক্ষমা চায়। দীর্ঘ সময় আলোচনার পর এই বিষয়টি মীমাংসা হয়।
মীমাংসার বৌঠকের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,আজকের জামালপুর পত্রিকার সম্পাদক,এম এ জলিল। আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ইউসুফ আলী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী। জেলা প্রেসক্লাবের সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহি মাকাম।