মাগুরার শ্রীপুরে সংখ্যালঘু হিন্দু পাড়ায় হামলা চালিয়ে নারী- পুরুষকে মারধর, আহত ১২, আটক ২

মাগুরা প্রতিনিধি।

মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদির পাড়া ইউনিয়নের কাদির পাড়া গ্রামে সংখ্যালঘু হিন্দু পাড়ায় অতর্কিত হামলা চালিয়ে নারী পুরুষকে বেধরক মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হামলায় বৃদ্ধা নারীসহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার(১৩ এপ্রিল) সাড়ে এগারোটার দিকে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার, কাদিরপাড়া গ্রামের নজরুল ইসলামের নেতৃত্বে ৭০-৮০ জন লোক লাঠি-সোটা ও রামদা- ছেনদা নিয়ে অতর্কিত এই হামলা চালায়। এ সময় ৩/৪ টি বাড়ি ঘরে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনী সেখান থেকে দুই জনকে আটক করে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলায় আহত মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অসীম দাস জানিয়েছেন, কাদির পাড়া গ্রামের জিও মন্দিরের দেবোত্তর সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা জবর দখল করে খেয়ে আসছে। ২০১২ সালে মাগুরা আদালত থেকে ১৭ একর সম্পত্তি মন্দিরের পক্ষে দেবোত্তর সম্পত্তি হিসেবে রায় পেলেও প্রায় ১০ একর সম্পত্তি এখনো স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে রেখেছে। নতুন করে আরোও সম্পত্তি দখল করার উদ্দেশ্যেই নজরুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ রবিবার আমাদের হিন্দু পাড়ায় হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তরা নারী পুরুষ যাকে পেয়েছে, তাদেরকেই বেদম মারধর করেছে। ৩-৪টি বাড়িঘরেও ভাঙচুর করেছে। হামলায় আহত অসীম দাস (৫৫), সবিতা দাস (৮০),স্বরূপ দাস (২৮), অরূপ দাস (৩৫) সহ ৬ জন বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সেখানে টহল দিতে দেখা গেছে। তবে স্থানীয় হিন্দু সম্পদের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে এই দেবোত্তর সম্পত্তি নিয়ে ঝামেলা চলে আসছে। মাত্র ৫ একর সম্পত্তি মন্দিরের দখলে রয়েছে। বাকি ১০ একর সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা জোর করে তাদের দখলে রেখেছে। দীর্ঘদিন চেষ্টা করেও সেটা দখলমুক্ত করা সম্ভব হয়নি। দখলকারীরা এখন বাকিটুকু দখলে নেয়ার জন্য আজকের হামলা চালিয়েছে।

মতামত জানতে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, “দীর্ঘদিন ধরে কাদির পাড়া গ্রামের জিও মন্দিরের দেবোত্তর সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে রেখেছে। তারা প্রায়ই হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপরে চড়াও হয়ে তাদেরকে মারধর করে। এ বিষয়ে অনেকবার প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারস্থ হলেও কোন প্রতিকার মেলেনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়েই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মসলেম শেখ ও নুরুল আমিন শেখ নামে দুই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *