বাগাতিপাড়ায় সাংবাদিকের বসতবাড়িতে শ্রমিকলীগ নেতার হামলা-ভাঙচুর,আটক ২

নিজেস্ব প্রতিনিধি (নাটোর) ঃ
নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে কাজিম আলী এবং এনামুল মোল্লার ছেলে আলিফ হোসেন উৎস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার ভিতরভাগ গ্রামে দৈনিক খোলাকাগজের সাংবাদিক নিশাতুর রহমানের বাড়ি সংস্কারের কাজ চলছিল। এসময় শনিবার দুপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে নিশাতুরের প্রতিবেশী শ্রমিকলীগ নেতা আল আমিন স্থানীয় কয়েকজন সাংঙ্গো পাংঙ্গো নিয়ে তার বাড়িতে ঢুকে তার মা সামিদা বেগম ও বাবা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যদের এলোপাথারি মারধর করে বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুর করে।
খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ ঘটনায় আল আমিনসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক নিশাতুর রহমান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *