ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ বরণ
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। বাঙ্গালীর ঐতিহ্য কে ধারন করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো: রেজুয়ান ইফতেকার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রেজুয়ান আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এতে অংশ নেন।
দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সরকারী ইসলামপুর কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, সাবেক সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান শাহিন, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার,নাজিম হোসেন নোমান,সহ ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া,যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
অন্যদিকে ইসলামপুরে ঐতিহ্যবাহী সুপার স্টার ক্লাব আয়োজনে পাটনী পাড়া মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে রেলগেইটে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সহ সংগঠনের নেতাকর্মীরা বাঙ্গালী সাজে শোভাযাত্রায় অংশ নেন।