মঠবাড়িয়ায় বিএনপি’র সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগ

পিরোজপুর মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে বিএনপি’র সদস্য ফরম বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদারের বিরুদ্ধে।
এঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কবীর বেপারী। এসময় তিনি বলেন, বিগত ৩৫ বছর ধরে তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিএনপি করার কারণে গত ১৭ বছরে তার নামে প্রায় ২০-২৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১০-১২টি মামলায় জেল খেটেছেন। কিন্তু গত ১৭ বছর যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তারাই এখন পুরোদমে নয়া বিএনপি সেজে তাকে বিভিন্ন কায়দায় রাজনৈতিকভাবে হয়রানির করছেন। এমনকি বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার তার সহযোগী রুহুল তালুকদার, সিদ্দিক তালুকদার সহ আওয়ামী দোসরদের নিয়ে তাকে বিএনপি’র দলীয় সদস্য ফরম পর্যন্ত পূরণ করতে দেয়নি। তিনি আরো বলেন, ৫ আগষ্ট স্বৈরচারের পতনের পর মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র মধ্যে ব্যাপক গ্রুপিংয়ের দেখা দেয়। যার অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়নেও গ্রুপিংয়ের অবস্থা তীব্র আকারে ধারণ করছে। এর ধারাবাহিকতায় নেতারা তাদের দল ভারি করতে নব্য বিএনপিদের নিয়ে রাজনীতি শুরু করায় আমরা তৃণমূলের ত্যাগী নেতারা দলের মধ্যে কোনঠাসা হয়ে পড়েছি। এভাবে চলতে থাকলে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হবে।
সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হালিম মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এমাদুল সরদার, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন সহ অনেকে।
এব্যাপারে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, সদস্য ফরম উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বিতরণ করেছেন। আমি এবিষয় কিছুই জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *