ছিনতাই হওয়া ফেব্রিক্সসহ কাভার্ডভ্যান উদ্ধার, বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার হয়েছে ২
যশোর প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানা ও সাতক্ষীরা সদর থানার পুলিশ শনিবার (১২ এপ্রিল) দিনভর যৌথভাবে অভিযান চালিয়ে লুট হওয়া ফেব্রিক্স কাপড় সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পেছন থেকে ও তালা উপজেলার ১৮ মাইল এলাকা থেকে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান উদ্ধার করে।
যশোরের বেনাপোল পোর্ট থেকে ছিনতাই হওয়া ভারত থেকে আমদানিকৃত ফেব্রিক্স কাপড়সহ কাভার্ড সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। অমদানিকৃত ফেব্রিক্স ছিনতাই ও লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. শিবলুর রহমান শিবলু ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক পদ থেকে মো. শিবলুর রহমান শিবলুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি কর্তৃক শনিবার (১২ এপ্রিল) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।